Break Up
আজ আমরা কথা বলবো ভাঙ্গা হৃদয় (Break up) নিয়ে। আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছেন যারা প্রেমে প্রতিনিয়ত আঘাত পাচ্ছেন এবং পেয়ে চলেছেন। অনেকের প্রেম ভেঙে গেছে, এছাড়া কত মানুষ আছে শুধু প্রেমের কারনে প্রতিদিন প্রতিরাত কাঁদছে। শুধুমাত্র একটু ভালোবাসার জন্য নিজের জীবনকে শেষ করে ফেলছেন । আজ আমি এই সম্বন্ধে নিজস্ব বিচার বুদ্ধি দিয়ে কিছু মত প্রকাশ করব। প্রথমেই বলব আপনি এক মিনিট ভাবুন যে আপনি কার জন্য কষ্ট পাচ্ছেন? যে মানুষটি আপনাকে প্রতিদিন প্রতিটা সময় কষ্ট দিচ্ছে আপনি তার জন্য কাঁদছেন। কান্না থামিয়ে ভাবুন যে আপনাকে কয়েক বছর রিলেশানে এত কষ্ট দিল সে কি আপনাকে সারা জীবন সুখি রাখতে পারবে? আমার কাছে ভালোবাসার প্রকৃত অর্থ দুজন ব্যক্তি একই জিনিস ভালোবাসে বা একই ধরনের চিন্তাভাবনা করেন এটা নয়, বরং আমার কাছে ভালোবাসা মানে একে অপরের চিন্তাধারার এবং ভাবনাকে সম্মান করা এবং প্রাধান্য...