Break Up
আজ আমরা কথা বলবো ভাঙ্গা হৃদয় (Break up) নিয়ে। আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছেন যারা প্রেমে প্রতিনিয়ত আঘাত পাচ্ছেন এবং পেয়ে চলেছেন। অনেকের প্রেম ভেঙে গেছে, এছাড়া কত মানুষ আছে শুধু প্রেমের কারনে প্রতিদিন প্রতিরাত কাঁদছে। শুধুমাত্র একটু ভালোবাসার জন্য নিজের জীবনকে শেষ করে ফেলছেন ।
আজ আমি এই সম্বন্ধে নিজস্ব বিচার বুদ্ধি দিয়ে কিছু মত প্রকাশ করব। প্রথমেই বলব আপনি এক মিনিট ভাবুন যে আপনি কার জন্য কষ্ট পাচ্ছেন? যে মানুষটি আপনাকে প্রতিদিন প্রতিটা সময় কষ্ট দিচ্ছে আপনি তার জন্য কাঁদছেন। কান্না থামিয়ে ভাবুন যে আপনাকে কয়েক বছর রিলেশানে এত কষ্ট দিল সে কি আপনাকে সারা জীবন সুখি রাখতে পারবে?
আমার কাছে ভালোবাসার প্রকৃত অর্থ দুজন ব্যক্তি একই জিনিস ভালোবাসে বা একই ধরনের চিন্তাভাবনা করেন এটা নয়, বরং আমার কাছে ভালোবাসা মানে একে অপরের চিন্তাধারার এবং ভাবনাকে সম্মান করা এবং প্রাধান্য দেওয়া। -:সম্পর্ক স্থাপনের আগে কিছু নিয়ম:-
আমাদের নিজেদের সুরক্ষার জন্য এখন থেকে কোন ব্যক্তির সাথে সম্পর্ক স্থাপন করার আগে তার নিজস্ব কিছু বায়ো-ডাটা এবং তার স্বভাবগত দিক ভালোভাবে জেনে তারপর সম্পর্ক স্থাপন করা উচিত। জানি প্রেম স্থান কাল পাত্র দেখে হয় না তবুও প্রথম দিকের কষ্ট আর সম্পর্ক স্থাপনে বছর চারেক পরের প্রেম ভেঙে যাওয়ার কষ্ট একই নয়।
-:আসুন এবার জেনে নিন যারা সম্পর্কের মধ্যে আছেন তারা কি করবেন:-
আমাদের মধ্যে অনেক মানুষ আছে যারা প্রতিনিয়ত ভালোবাসার মানুষের কাছে থেকে আঘাত পাচ্ছেন অথবা আঘাত পেয়েছেন। প্রথমেই বলব যারা সম্পর্কের মধ্যে আছেন তারা কিছুটা সময় ধরে ভাবুন আসলে এখানে ভুলটা কার ছিল, যে ঘটনার জন্য আপনি কষ্ট পাচ্ছেন সেই ঘটনা অন্য ব্যক্তির ঘটনা হিসাবে বিচার করুন যে, সত্যিই কি সে ভুল নাকি আপনি। কারণ অনেক সময় কাছের মানুষের ভালোবাসা পাওয়ার জন্য আমরা নিজের ভুল বুঝতে পারিনা। আপনি যদি নিজের ভুলটা বুঝতে না পারেন তাহলে আপনার কাছের কোন মানুষ কে ঘটনাটি বিচারের দায়িত্ব দিন।
যদি সেখানে আপনার ভুল থাকে তাহলে নিজের ভুল স্বীকার করুন, কারণ কোন সম্পর্ক ভালো রাখার জন্য দু'জনকেই সমান দায়িত্ব পালন করা উচিত। আর কোনো সম্পর্কে যদি একে অপরের জন্য যথেষ্ট সম্মান না থাকে, তাহলে সেই সম্পর্ক ভেঙে দেওয়া উচিত বলে আমার মনে হয়।
-:এবার আসুন জেনে নি যাদের সম্পর্ক ভেঙে গেছে তারা কিভাবে সেখান থেকে বেরোবেন:-
সর্বপ্রথম আপনি দু মিনিট ভাবুন আপনি যার জন্য কষ্ট পাচ্ছেন সেও কি আপনার জন্য কষ্ট পাচ্ছে? যে আপনাকে মানুষ বলেই ভাবতো না, যার কাছে আপনার কোনো গুরুত্ব নেই। আপনার বেঁচে থাকার অস্তিত্ব তার কাছে মিথ্যে আপনি তার জন্যই কষ্ট পাচ্ছেন?
আপনাকে কেউ খারাপ কথা বললে আপনি তার উপর প্রচন্ড রেগে যান, তাহলে এখন কেন আপনার তার উপর রাগ না হয়ে কষ্ট হচ্ছে? কারণ আপনি তাকে ভালবাসেন। কিন্তু ভালোবাসেন বলে কি সমস্ত বিচারবুদ্ধি আপনার হারিয়ে গেছে? যাকে আপনি আপনার সবটুকু দিয়ে ভালবাসলেন সে আপনাকে কষ্ট দিল, আর আপনি তাকে ভালবাসেন? আর আপনার বাবা-মা অথবা অন্য কোন পরিবারের প্রিয় মানুষ আপনাকে খারাপ কথা বললে আপনি প্রচন্ড রেগে যান তাহলে এখন কি হল?
নিজেকে বোঝান, যে আপনাকে ঠকিয়েছে সে নিজেই ঠকেছে কারণ, সে জানে না যে, সে কি হারিয়েছে। এত বিশ্বাস ভালোবাসা আর কোথাও পাবে না সে। কান্না বন্ধ করে উঠুন আর এগিয়ে চলুন হয়তো আপনার জন্য আরো ভালো কিছু অথবা শ্রেষ্ঠ কিছু উপহার অপেক্ষা করছে , যার জন্য এই ক্ষণিকের কষ্টটাকে মেনে নিতে হবে, তার মধ্য দিয়ে সে প্রচুর শিক্ষা দিয়ে গেছে সেটা মনে রেখে এগিয়ে চলুন। কারণ বিচ্ছেদ মানুষকে সবথেকে বেশি শিক্ষা দেয় মানুষ চেনার জ্ঞান অভিজ্ঞতা ইত্যাদি দিয়ে থাকে।
--------------------------------------------------------------------------------------------------------------
Today we are going to discuss about Break Up. There are many people among us who are constantly getting hurt in love. Many people have broke up and also there are some people who are crying every day every night for their love, they are destroying their lives only for love.
Today I want to reveal my opinion about this matter from my point of views. At first I will say, think for a minute for whom are you feeling hurt? Are you crying for that person who hurting you everyday every moment? Stop crying and think a minute. The person has given you so much pain in few years of relationships, can he makes you happy for whole life?
According to me love is not that in which two person love same thing or two person thoughts are same rather love is that in which two person should give respect and importance to thoughts of each other.
Rules that should be known before establishing a relationship
For our own protection we should know the character and background of the person with whom we are going to establish the relationship. I know there is no condition in love yet the pain of break up at the beginning of a relationship and the pain of break up after four years of relationship are not same.
Some rules, should be followed who are in relationship
There are many people among us who are constantly getting hurt by their loving person. At first I will say them, think for some time; who did the mistake? Think as the other person who was involved in that incident for what you have hurt. Is he wrong or you? Sometime we can't understand our mistake for getting love from loving person. If you can not realize your mistake then take help from your nearest persons who understand you.
If you realize that you have done any mistake then acknowledge that, because in a healthy relationship both person has equal responsibility. According to me If in a relationship both person does not has enough respect for each other, then that relationship should be broken.
How to come out from Break up
At first think for two minutes, Is he/ she getting hurt by remembering you for whom you are also in pain? For that person are you getting hurt who didn't respect you, to whom you had no importance, to whom your existence was not valuable?
If someone says something bad to you, you get very angry at him but here why don't you getting angry rather you are being hurt? because you love him. But have you lost your all sense for loving him? You have loved him by all your heart but he hurt you, do you love that person? When your parents or other family member hurt you then you become angry with them, why you do not same reaction?
Say yourself who cheated with you also became cheated with himself. He does not know what he has lost. He will not find so much faith and love anywhere else. Stop crying and move on, maybe something better or something great prize is waiting for you, for which you have to accept this pain. Through the break up he had learned you a lesson, remind that and move on. Remember one thing, Break up gives us a great lesson, it gives us the experience of identifying people.
Comments
Post a Comment