Bad habit of Addiction

       
               Addiction. I can say, another name of addiction is Disaster. You can ask me why? Well, there are many types of addiction, such as Smoking, Drinking(Alcohol consumption), and Now-a-days some boys and girls has also made the Love one kind of Addiction.

             Let's get to the point. Why I said the addiction is disaster? The first example is alcoholism. Torture on wife, tear the books of kids and telling the harsh words to the old parents while drunken is a special character of drunken people. And young people drinks when they became failed in love, when their parents scold them, when they are not getting success. In present days this is a big issue for whole world. When you are in trouble you can have some fruit juice or Chicken. Why alcohol brother? Why? Actually this is not the cause of taking alcohol, this is the excuse. If you forgot every pain by smoking or drinking then why there is so much trouble among the people in the world?



                  Environmental lovers, once 
think about how much smoke goes out every day when millions of people smoke together and how much air become polluted? It is not just for you, it is harmful for everyone. I can say one way to leave smoking and drinking, When your mind wish to smoke or drink, say yourself I can take later. Repeat this process again and again. day by day your  desire for addiction will be decreased.  As a result your expenditure will be decreased. The family will be  happy and the body will be healthy.

                    Finally I will say,  if you have to smoke then intake the smoke also. Others may not like the things, which you emit from your mouth.
   


------------------------------------------------------------------------------------------------------------------








                      নেশা। যার আর এক নাম আমি দিলাম সর্বনাশা। আপনারা বলবেন কেনো? বলছি ধৈর্য্য ধরুন, নেশা অনেক ধরনের হয় যেমন ধরুন ধূমপান, মদ্যপান, আবার অনেকে ছেলে কিংবা মেয়েদের সাথে প্রেম করাটাকে ও নেশার জায়গায় নিয়ে যান।

                  এবার আসল কথায় আসা যাক। নেশা কে কেনো সর্বনাশা বললাম? এর প্রথম উদাহরণ হল মদ্যপান। মদ্যপান করে স্ত্রী কে অত্যাচার করা, ছেলে মেয়ের বই ছিড়ে দেওয়া অথবা বৃদ্ধ বাবা-মা কে কটু কথা শোনানো, এটা বেশির ভাগ মানুষের  বিশেষ বৈশিষ্ট্য। আর যুবক ছেলে মেয়েদের ঐতিহ্য হল প্রেমে বেঘাত পেলে মদ্য পান করা, বাবা মা বকেছে আবার খাও, জীবনে সফলতা আসছেনা তার জন্য আর ও এক বোতল এটা পুরো বিশ্বে চলে। কেনো ভাই কষ্ট পেলে মদ্য পান করতে হবে তার বদলে ফলের রস কিংবা একটা গোটা মুরগী খান না। আসলে এসব কিছু না ধূমপান কিংবা মদ্য পান করার একটা অজুহাত। যদি ধূমপান করলে কিংবা মদ্যপান করলে দুঃখ কষ্ট ভূলে যাওয়া যেতো তাহলে পৃথিবীতে মানুষের মধ্যে এত কষ্ট কিসের ।

            পরিবেশ প্রেমীরা একবার ভাবুন তো প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ একসাথে ধূমপান করলে কতোটা পরিমাণ ধোঁয়া বের হয় আর কতোটা বায়ু দূষণ হয়। এসব কিছুতে শুধু আপনার নয় সবার ক্ষতি।যদি এগুলো ছাড়তে চান তাহলে একটা উপায় বলি যখনি এসব খেতে ইচ্ছে হবে ভাবুন এখন না একটু পরে খাবো। আবার যখন খেতে ইচ্ছে হবে একই কথা ভাবুন। ধীরে ধীরে এটা একদিন অনেক টাই কমে যাবে। এতে আপনার অতিরিক্ত অর্থ ব্যয় বন্ধ হবে।পরিবারে সুখ-শান্তি ফিরবে এবং শরীর সুস্থ থাকবে।

             অবশেষে একটা কথা বলি যদি ধূমপান করতেই হয় তাহলে ধোঁয়াটা ও খেয়ে নিন। কারণ আপনার মুখের ভিতরের জিনিষ অন্যের ভালো না ও লাগতে পারে।

Comments

Post a Comment

Popular posts from this blog

Savings and it's importance

Meaning of Arrogance