Meaning of Arrogance
Self-arrogance is a thing that available in every human being but some person has normal amount of self-arrogance and some has excessive.
Through today's blog, we will try to understand how much self-arrogance is available in yourself and how to normalize that. One more thing, if you can't love people then don't make them hurt.
Let’s get some idea of normal and excessive self-arrogance. At first we will try to understand what is normal self-arrogance. For example, you are a highly educated person. Someone, less educated than you insulted you about your education but without telling harsh word or hurting you asked him few question, he could not answer. Then you explained to him how educated you are. Here your normal self-arrogance revealed.
Now what is Excessive self-arrogance? There are many people around us who underestimate people by words, tries to establish himself as the greatest. But originally they are inferior. So according to me if you don't like a person then avoid him/her but you have no right to insult him/her. There is a proverb, If someone loves anybody he/she has the right to correction him/her. So if you can't love people, don't underestimate them. Don't underestimate yourself so much so that other people abuse you without any hesitation.
-------------------------------------------------------------------------------------------------------------------
আত্ম-অহংকার এমন একটি জিনিস যেটি প্রত্যেকটি মানুষের মধ্যে অবস্থান করে তবে কারো মধ্যে স্বাভাবিক ভাবে থাকে আর কারো মধ্যে অতিরিক্ত পরিমাণে থাকে।
আজকের এই ব্লগটির মধ্য দিয়ে নিজের মধ্যে ঠিক কতটা আত্ম-অহংকার আছে সেটি বুঝে স্বাভাবিক করার চেষ্টা করব। আর একটি কথা মানুষকে ভালো না বাসতে পারেন অসম্মান করবেন না।
এবার আসুন স্বাভাবিক এবং অতিরিক্ত আত্ম-অহংকার সম্পর্কে কিছুটা ধারণা করি। প্রথমেই আমরা স্বাভাবিক আত্ম-অহংকার কি সেটি বোঝার চেষ্টা করব। ধরুন আপনি একজন উচ্চশিক্ষিত ব্যক্তি আপনাকে আপনার থেকে স্বল্প শিক্ষিত কোন ব্যক্তি আপনার শিক্ষা নিয়ে অপমান করল কিন্তু আপনি তাকে কটুকথা না বলে কিংবা কোনো আঘাত না করে তাকে দু একটি প্রশ্ন করলেন সে উত্তর দিতে পারল না। তখন আপনি তাকে বুঝিয়ে দিলেন যে আপনি কতটা শিক্ষিত। এখানেই আপনার স্বাভাবিক আত্ম-অহঙ্কারে প্রকাশ ঘটে।
আর অতিরিক্ত আত্ম-অহংকার হল এমন অনেক মানুষ আছেন আমাদের চারপাশে যারা কথায় কথায় লোককে ছোট করেন, নিজেকে সর্বশ্রেষ্ঠ বোঝাবার চেষ্টা করেন। কিন্তু আসলেই তিনি নিকৃষ্ট। তাই আমার মতে বলে কাউকে পছন্দ না হলে এড়িয়ে চলুন, কিন্তু তাকে ছোট করার কোন অধিকার আপনার নেই। কথায় আছে যে ভালোবাসে তারই শাসন করার অধিকার আছে। তাই মানুষকে না ভালোবাসতে পারলে ও ছোট করবেন না। এবং নিজেকে এতটা ছোট করবেন না যাতে অন্য মানুষ আপনার সাথে নির্দ্বিধায় দুর্ব্যবহার করে।
Wow
ReplyDeleteAmazing, motivational post.
ReplyDelete