Sympathetic People


                   Today we will Discuss about sympathetic people. There are many people among us who support people without any interest. May be many people are surviving for them. Thank you very much from me.


                  Let us discuss about some of my own views on sympathetic people. Sympathetic people are those who help people physically and financially, provide food, clothes, jobs without their self-interest. Beside of this they help people to find out their goal and tells comfortable words when they are in trouble. All of this works are sympathetic work and the people involved in this works are known as sympathetic people. 


               Let's go we distribute our extra food, clothes and educational instrument to those who has need it, not only during lockdown days but also in other days. Our used clothes and food may become anybody's material of survive. We should not avoid anybody in their tough situation rather we should become inspiration for survive. 


                    We are the best creature so we should not die as a common animal rather we should die as best creature. Who knows if we will get this  opportunity again. Can we not make the whole world a city of sympathy?


------------------------------------------------------------------------------------------------------------------

                                           
                    আজ আমরা কথা বলবো সহানুভূতিশীল মানুষদের নিয়েআমাদের মধ্যে অনেক মানুষ আছেন যারা বিনা স্বার্থে মানুষের পাশে গিয়ে দাঁড়ায়। তাঁদের জন্য হয়তো বহু মানুষ বেঁচে আছে। আপনাদের আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।



        এবার সহানুভূতিশীল মানুষ সম্পর্কে কিছু নিজস্ব মতামত আলোচনা করি। সহানুভূতিশীল বলতে আমরা এই সমস্ত মানুষদের বুঝি যারা নিজের স্বার্থ ছাড়া মানুষের পাশে গিয়ে দাঁড়ায়, আর্থিক দিক থেকে, খাদ্য, পোশাক, কর্ম ব্যবস্থা ইত্যাদি সুযোগ-সুবিধা প্রদান করে থাকেন। এছাড়া প্রয়োজনে উদ্দেশ্য বোঝানো এবং সান্তনা মূলক কথা বলে থাকেন। এই সমস্ত কাজ গুলি সহানুভূতিশীল কাজ এবং এই কাজের সাথে যুক্ত মানুষগুলি সহানুভূতিশীল মানুষ হিসেবে পরিচিতি পায়।



                  আসুন না শুধুমাত্র লক ডাউনের সময় নয় এছাড়া ও অন্যান্য সময় নিজের প্রয়োজনের অতিরিক্ত খাদ্য, পোশাক, শিক্ষা মূলক সামগ্রী যাদের অত্যন্ত জরুরী তাদের কাছে পৌঁছেদি। আপনার-আমার ব্যবহৃত পোশাক কিংবা খাদ্য হয়তো অন্য কারো লজ্জা-নিবারণ অথবা বেঁচে থাকার রসদ হয়ে উঠবে। অন্যের দুরবস্থা দেখে এড়িয়ে না গিয়ে তার কাছে বেঁচে থাকার প্রেরণা হওয়া প্রয়োজন।



                       সর্ব শ্রেষ্ঠ প্রাণী হয়ে নিকৃষ্ট হয়ে না মরে শ্রেষ্ঠ হয়েই দেহ ত্যাগ করা উচিত আমাদের। কে জানে পরের জন্মে এই সুযোগটা পাবো কিনা। আমরা কি পারবো না পৃথিবীটাকে সহানুভূতির শহর বানাতে?

Comments

  1. khub valo. amer link tau dekhun https://bomsomguys.blogspot.com/2020/05/weight-loss-tips-eating-habits.html

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Savings and it's importance

Meaning of Arrogance

Bad habit of Addiction