Savings and it's importance

                        Today we will discuss about what is savings and its benefits. What do we mean by saving money? Savings some amount of money from our own income. Savings not only gains wealth rather many ups and downs of our life depends on it. So Every man should be employed according to their own merits and it is very important to save the money. 

                   Now we will discuss why we should savings money and how it is possible. First find out what are the important aspects of it. Now Lockdown is going on in every country. There are many people among us who are not facing any financial problems even after staying at home. But many people are suffering from poverty. Now you will say they are rich so they are not facing any trouble. Do you think this statement is 100% correct? I will say no, because they spent some of the money they earned and saved some. There are many people in the world who do not think about what will happen tomorrow. Notice that there are many neighbors who have a lot of expensive clothes, cars, etc. than you, but they have not enough money. They don't have enough money to deal with an accident. For example, a family member is in bad condition or the situation of Lockdown.

                    Therefore we should learn from this situation that it is very important for us to save money to deal with any accident in future, but Because we should always remember that responsibilities of our family are not the responsibility of someone else. Therefore, everyone should  spent according to  their income, one should save minimum twenty percent of his earning at every month and both men and women should work according to their financial status. Unnecessary money spent need to be stopped.
           
                 Hopefully I have given you some idea of ​​the importance of saving money and the downside of not-doing.   


-------------------------------------------------------------------------------------------------------------------


                               আজ আমরা আলোচনা করবো অর্থ সঞ্চয় কি এবং এর উপকারিতা সম্পর্কে। অর্থ সঞ্চয় বলতে আমরা সাধারণত বুঝি? নিজের অর্জিত টাকা পয়সা থেকে কিছু পরিমাণ অর্থ সঞ্চয় করে রাখা। অর্থ সঞ্চয় শুধুমাত্র যে অর্থ বৃদ্ধি ঘটায় তা নয়, আমাদের জীবনের অনেক সুখ দুঃখ এর উপর নির্ভর করে। তাই প্রত্যেকটি মানুষকে নিজের যোগ্যতা অনুযায়ী কর্মজীবী হওয়া উচিত এবং প্রয়োজনীয় অর্থ সঞ্চয় করা অত্যন্ত জরুরি।

                     এবার আমরা আলোচনা করব অর্থ কেন সঞ্চয় করব এবং তা কিভাবে সম্ভব। প্রথমে এর গুরুত্বপূর্ণ দিক গুলো কি তা জেনে নিন। এখন প্রত্যেকটি দেশে লকডাউন চলছে। আমাদের মধ্যে অনেক মানুষ আছে যাদের বাড়িতে থাকার পরও তাদের কোনো আর্থিক সমস্যা হচ্ছে না। কিন্তু অনেকেই দারিদ্রতায় ভুগছেন।  আপনি এখন বলবেন তারা ধনী তাই তাদের অসুবিধা হচ্ছে না। এই কথাটা কি ১০০% সঠিক বলে আপনারা মনে করেন। আমার উত্তর হবে না, কারণ তিনি তার অর্জিত অর্থের কিছু অংশ খরচ করতেন এবং কিছু অংশ সঞ্চয় করতেন। পুরো পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন যারা কাল কি হবে তা চিন্তা করেন না। লক্ষ্য করবেন এমন অনেক প্রতিবেশী আছে , যাদের কাছে আপনার থেকে প্রচুর দামি পোশাক, গাড়ি প্রভৃতি সামগ্রী আছে, কিন্তু পর্যাপ্ত পরিমাণে অর্থ নেই। হঠাৎ কোন দুর্ঘটনা ঘটে গেলে তার সাথে মোকাবিলা করার জন্য প্রয়োজনীয় অর্থ নেই তাদের। যেমন-বাড়ির কোনো সদস্যের শরীর খারাপ কিংবা হঠাৎ লকডাউন এর মত পরিস্থিতি।

                  অতএব আমাদের এই পরিস্থিতি থেকে শিক্ষা নেওয়া উচিত যে হঠাৎ কোনো দুর্ঘটনার মোকাবিলা করার জন্য আমাদের অর্থ সঞ্চয় রাখা অত্যন্ত জরুরি, কারণ আমাদের সব সময় মনে রাখা উচিত আমাদের পরিবারের দায়িত্ব অন্য কারো নয়। অতএব আয় অনুযায়ী ব্যয় করা, নিজের অর্জিত রোজগারের কুড়ি শতাংশ কম করে প্রতিমাসে সঞ্চয় করা উচিত এবং আর্থিক অবস্থা অনুযায়ী পুরুষ-নারী উভয়েরই কাজ করা উচিত। অপ্রয়োজনীয় অর্থ ব্যয় বন্ধ করা প্রয়োজন।

                 আশা করি অর্থ সঞ্চয় এর গুরুত্ব এবং না-করার অবনতি সম্পর্কে কিছু ধারণা দিতে পারলাম।

Comments

Post a Comment

Popular posts from this blog

Meaning of Arrogance

Bad habit of Addiction