Lock down due to Corona
Novel Corona
Virus. Human civilization doing fight to survive for this deadly virus in these
days. Is this virus just in the human body? No, it is embedded in people's thought
also.


So I want to tell you that do not make fail the hard work of our
Physicians rather we should help our Physicians by staying at home. Remember
one thing do not make our happiness the cause of tear of our Relatives. Let us
we all swear today that we will fight against the Corona virus. Stay home stay
safe.
---------------------------------------------------------------------------------
নোভেল করোনা ভাইরাস। এটি এমন একটি মারণ ভাইরাস যেটি আজ মানব সভ্যতা কে নিজের অস্তিত্ব টিঁকিয়ে রাখতে লড়াই করাচ্ছে। ভাইরাস কি আজ শুধু মানুষের শরীরের মধ্যে আছে? না, এটি আজ জড়িয়ে গেছে মানুষের চিন্তা-ভাবনার সাথে।

প্রায় প্রতিটি দেশের সরকার সাধারন মানুষ কে নির্দেশ দিয়েছে ঘরে থাকার জন্য। কিন্তু আমরা কি সেই নির্দেশ মেনে ঘরে থাকতে পারছি ? সত্যি কি মনে থেকে মেনে নিতে পারছি এই ঘরে থাকাটা? না, পারছি না। মনে হচ্ছে একবার একটু বাইরে যাই। গিয়ে দু চোখ ভোরে দেখি বাইরের জগৎ টা কে। আসলে যখন কেউ আমাদের জোর করে ঘরে আটকে রাখে অথবা কারোর নির্দেশ পালন করতে আমাদের ঘরে থাকতে হয় তখন খুব অস্বস্তি হয় মনে হয় চিৎকার করি নিজের কষ্ট টা প্রকাশ করার জন্য। কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছেন অনেক সময় তো আমরা নিজের ইচ্ছায় বাড়িতে থাকি। তখন কি আমাদের অস্বস্তি হয় নাকি আমরা চিৎকার করি? কোনোটাই করিনা। কারণ সেটা আমরা নিজে থেকে করতে চাই। তাই এই বাড়ি থাকার সুযোগ টা উপভোগ করুন, ব্যাস্ততার মধ্যে চাপা পড়ে থাকা স্বপ্ন গুলো কে বাঁচিয়ে তোলার চেষ্টা করুন।
অযথা নিজে আতঙ্কিত হবেন না আর অন্যকে ও আতঙ্কিত করবেন না। সরকার আমাদের পারস্পরিক দূরত্ব বজায় রাখতে বলেছে, মানসিক দূরত্ব নয়। কিন্তু এমন অনেক মানুষ আছেন যারা সাধারন সর্দি কাশি হয়েছে শুনে এমন আচরণ করছেন যেন তারা ভূত দেখেছেন। যদি এই আতঙ্ক টা চিকিৎসকদের মধ্যে ছড়াতো তাহলে হয়তো আমার এই লেখাটা অসম্পূর্ণ থেকে যেত। এ যুদ্ধ শুধু আমার আপনার যুদ্ধ নয়, এ যুদ্ধ অদৃশ্য শক্তির সাথে মানুষের। যার একমাত্র জয় এর উপায় নিজেকে গৃহবন্দী করা। অন্যথায় মানব সভ্যতা বিপন্ন হয়ে পড়বে।আজ যদি আমরা কিছু আনন্দের মুহূর্ত থেকে পিছিয়ে না আস্তে পারি তাহলে পুরো পৃথিবী কতটা পিছিয়ে পড়বে তার কোন ধারণা আমরা করতে পারছি না।

We must win
ReplyDelete