Self-confidence and Passion
We all know the word Self-confidence. When we hear this word, it seems very difficult to us. Self-confidence is present not only in human beings but also in all the animals, because without self-confidence, animals can’t survive.
Self-confidence is very important for
success in life. If we do something with confidence, we will be certainly
successful. But from failure, our confidence became lost. According to me, if
you want be successful you have to be fail at first, because you can start a
fresh by rectifying your mistakes made in failure. In that case, confidence
also grows.
You don't need a lot of money to be
successful. All you need is confidence, patience and passion for the job. For
example, suppose you spend a lot of money on a business but you did not succeed.
You have failed, despite all your property betting for business, you have lost
everything as well as your confidence also. In this case there was no lack of money;
there was lack of love from you for the business.
Do you know if you have any innate
talent? Don't know? It is not possible to know. Since birth, Parents has said
that you have to be doctor, wife / husband has said you have to do Job. So we
started to fulfill their dreams. Our God gifted talents are buried underneath
books, lectures or responsibilities. Think alone in a lonely space or in a dark
room, what can you do alone without the help of someone, which is your innate
talent? It can be writing, painting and singing. Do that, what you love. That's not, what has imposed
to you. Yes I know you will break down, many people will try to stop you. But do
not make the obstacles, rejections, harsh words the cause of your tears, make
them inspiration to move forward of you. Cry out in a lonely place when you are
in trouble, but you have to survive and you have to do. Netaji Subhas Chandra
Bose, Raja Ram Mohan Roy is alive today also among us, bearing many insults. Follow
them. Maybe your future will be like them. ---------------------------------------------------------------------------------
আমাদের সবার পরিচিত একটি শব্দ হল আত্মবিশ্বাস। এটি শুনলে মনে হয় খুব কঠিন। এই আত্মবিশ্বাস শুধু মানুষের নয় সকল প্রাণীর মধ্যে বর্তমান, কারন আত্মবিশ্বাস না থাকলে প্রাণীর অস্তিত্ব থাকেনা।
জীবনে সফলতা পেতে গেলে আত্মবিশ্বাস খুবই জরুরি।আত্মবিশ্বাস এর সাথে কোনো কাজ করলে সেই কাজে আমরা অবশ্যই সফলতা পাবো। কিন্তু অসফলতা থেকে মানুষের আত্মবিশ্বাস হারিয়ে যায়। আমার মনে হয় সফলতা পেতে গেলে ব্যর্থ হওয়া জরুরি।কারন ব্যার্থতার মধ্যে থাকা ভুল গুলি শুধরে নিয়ে নতুন করে শুরু করার একটা সুযোগ পাওয়া যায়। সেক্ষেত্রে আত্মবিশ্বাস ও বৃদ্ধি পায়।
সফল হতে গেলে প্রচুর অর্থের প্রয়োজন হয়না। প্রয়োজন হয় আত্মবিশ্বাস, ধৈয্য আর সেই কাজের কাজের প্রতি ভালোবাসার। যেমন ধরো তুমি একটা ব্যাবসা করার জন্য প্রচুর অর্থ ব্যয় করলে কিন্তু সফলতা পেলে না। তুমি তোমার বাড়ি সম্পত্তি সমস্ত কিছু বাজি রেখে ব্যবসা করলে তাও তুমি ব্যর্থ হলে, তোমারসর্বস্ব হারিয়ে গেলো। তার সাথে সাথে তোমার আত্মবিশ্বাস ও। গেল। এখানে অর্থের অভাব ছিলনা, ছিল ব্যাবসার প্রতি তোমার ভালোবাসার অভাব।
তুমি কি জানো তোমার মধ্যে কোন সহজাত প্রতিভা আছে কিনা? জানো না? জানাটা সম্ভব না। জন্মের পরে থেকেই বাবা মা বলেছে ডাক্তার হতে হবে , স্ত্রী/ স্বামী বলেছে চাকরি করতে হবে। তাই আমরা তাদের স্বপ্ন পূরণ করতে শুরু করেছি। ঈশ্বর দ্বারা নির্মিত আমাদের সেই প্রতিভা বই , খাতা কিংবা ভাষণ এর নিচে চাপা পড়ে গেছে। একা কোনো নির্জন জায়গা অথবা অন্ধকার ঘরে বসে একটু ভাবো, কোন জিনিস তুমি কারো সাহায্য ছাড়া একাই করতে পারো, কোনটি তোমার সহজাত প্রতিভা? সেটা লেখা, ছবি আঁকা, গান করা ইত্যাদি হতে পারে। সেটাই করো যেটা তুমি ভালোবাসো, যেটা তোমাকে চাপিয়ে দেওয়া হচ্ছে সেটা নয়। হ্যাঁ জানি তুমি ভেঙে পড়বে, অনেকে বাধা দেওয়ার চেষ্টা করবে। কিন্তু বাধা, প্রত্যাখ্যান, কটু কথা গুলিকে চোখের জলের কারণ নয় এগিয়ে চলার প্রেরণা করে তোলো। কষ্ট হলে নির্জন কোথাও চিৎকার করে কাঁদো, গলা চিরে কাঁদো,কিন্তু মনে রেখো তোমাকে বেঁচে থাকতে হবে এবং পারতে হবে। নেতাজি সুভাষ চন্দ্র বসু , রাজা রাম মোহন রায় শত অপমান সহ্য করে আজ ও আমাদের মধ্যে বেঁচে আছেন। তাদের কে অনুস্মরণ কর। হয়তো তোমার ইতি টাও এরকম হতে পারে।
Comments
Post a Comment