Problem due to Lockdown and it's solution
By hearing the word lockdown people feel trouble and make sigh. Through this lockdown, special efforts are going on to cure the disease. Apart from this, a lot of important work is being stopped due to this lockdown. For example, education, food supplies and, most important the economic system is being damaged. Like this another important thing is being damaged that is Mental distance. Due to this lockdown social and mental disatance both has increased. According to Experts the divorce rate has increased by a few percent. So, through this blog I will try to reveal my opinion about the cause of social distance and it's solution.
At first Let's we try to understand which things we will say mental distance. For example, to feel annoyed at each other's words, become very much angry at any simple words, making the normal problems to large, etc.
Now we try to understand what is the actual cause of it? Maybe we all are very busy and attached with many important job. Due to the lockdown, we cannot do those tasks correctly. There is another cause, many people among us are living through financial distress. Also, the necessary items are not available and we can not go here and there independently.
Now we try to find out a way to solve this problem by our knowledge. First, think about that time before you get married when we were lovers. At that time we tried to make happy each other in different ways. We could not spend a day without seeing each other. Also you tried to hold each other with your life. So what happened to you today? The real hero and true lover does not try to escape from the tough situation rather he try to face the situation. Learn to love and give importance every relationship. Finally, let me mention a message from Swami Vivekananda - "Silence is the source of all peace".
At first Let's we try to understand which things we will say mental distance. For example, to feel annoyed at each other's words, become very much angry at any simple words, making the normal problems to large, etc.
Now we try to understand what is the actual cause of it? Maybe we all are very busy and attached with many important job. Due to the lockdown, we cannot do those tasks correctly. There is another cause, many people among us are living through financial distress. Also, the necessary items are not available and we can not go here and there independently.
Now we try to find out a way to solve this problem by our knowledge. First, think about that time before you get married when we were lovers. At that time we tried to make happy each other in different ways. We could not spend a day without seeing each other. Also you tried to hold each other with your life. So what happened to you today? The real hero and true lover does not try to escape from the tough situation rather he try to face the situation. Learn to love and give importance every relationship. Finally, let me mention a message from Swami Vivekananda - "Silence is the source of all peace".
-------------------------------------------------------------------------------------------------------------------
লকডাউন শব্দটি শুনলেই প্রত্যেকটি মানুষ একটি দীর্ঘশ্বাস ফেলার সাথে সাথে অস্থিরতা প্রকাশ করছে। এই লকডাউন এর মধ্য দিয়ে রোগ নিরাময়ের বিশেষ ভাবে চেষ্টা চলছে। এছাড়া সমস্ত কিছু বন্ধ থাকার জন্য অনেক গুরুত্বপূর্ন কাজ ক্ষতিগ্রস্ত হয়ে পড়ছে। যেমন ধরুন শিক্ষা প্রতিষ্ঠান, খাদ্য সরবরহ এবং সব থেকে গুরুত্বপূর্ণ হল অর্থনৈতিক ব্যবস্থা বিশেষ ভাবে ক্ষতিগ্রস্থ হয়ে পড়ছে। ঠিক এরই মতো আরও একটি বিশেষ দিক ক্ষতিগ্রস্থ হচ্ছে যেটি হল - মানসিক দূরত্ব। লকডাউন এর জন্য সামাজিক ও মানসিক দূরত্ব বৃদ্ধি পেয়েছে। বিশেষজ্ঞদের মতে স্বামী - স্ত্রীর মধ্যে বিচ্ছেদের হার কয়েক শতাংশ বৃদ্ধি পেয়েছে। তাই এই ব্লগটির মধ্য দিয়ে মানসিক দুরত্ব বৃদ্ধির কারণ এবং তার সমাধান স্বরূপ নিজস্ব কিছু মতামত প্রকাশের চেষ্টা করবো।
আসুন প্রথমে আমরা মানসিক দুরত্ব ঠিক কোন জিনিস গুলিকে বলবো সেগুলি একটু বোঝার চেষ্টা করি। উদাহরণ স্বরূপ বলা যেতে পারে একে অপরের কথায় বিরক্ত বোধ হওয়া, যে কোনো সাধারণ কথায় অতিরিক্ত রেগে যাওয়া, ছোটো খাটো বিষয় গুলিকে বড় করে দেখা ইত্যাদি।
এবার নিজের বুদ্ধিতে বোঝার চেষ্টা করি এর আসল কারণটি কি ? হয়ত, আমরা প্রত্যেকে প্রচন্ড ব্যস্ততা এবং গুরুত্বপূর্ণ কাজের সাথে জড়িত। লকডাউন এর ফলে সেই কাজ গুলি আজ আমরা সঠিক ভাবে করতে পারছি না। আরও একটি কারণ হতে পারে, আমাদের মধ্যে অনেকেই আর্থিক দুর্দশার মধ্য দিয়ে জীবন যাপন করছে। এছাড়াও প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যাচ্ছে না এবং স্বাধীন ভাবে চলা চল করা যাচ্ছে না।
এখন সমাধান হিসেবে নিজস্ব বিচার বুদ্ধি কে কাজে লাগিয়ে কিছু উপায় বার করার চেষ্টা করি। প্রথমেই বিবাহিত জীবনের থেকে বেরিয়ে কিছু সময় আগের কথা ভাবুন যখন আমরা প্রেমিক ছিলাম। সেই সময় আমরা একে অপরকে বিভিন্ন ভাবে খুশি করার চেষ্টা করতাম। এক দিন না দেখা হলে কষ্ট পেতাম। এছাড়া সে আপনকে ছেড়ে চলে যাওয়ার কথা বললে নিজের জীবন দিয়ে তাকে আটকে রাখার চেষ্টা করতেন। তাহলে আজ আপনার কি হলো? খারাপ সময় থেকে যে পালিয়ে যাওয়ার চেষ্টা না করে মোকাবিলা করার ক্ষমতা রাখে সেই তো আসল হিরো, সেই তো সত্যিকারের প্রেমিক।প্রত্যেকটি সম্পর্ক কে গুরুত্ব দিতে শিখুন, ভালোবাসতে শিখুন। সর্বশেষে স্বামী বিবেকানন্দের একটি বাণী উল্লেখ করি- "নিরবতাই সকল শান্তির উৎস"।
ভালো লাগলো ❤️
ReplyDelete