Contribution of friend in our life

               The word friend is very familiar and dear to us. A close and dear person of every human being. We do a lot for that dear person. The word friend is very important in the life of all of us. Without the friend many people broke down mentally. 


                   Now let me know you how many types of friend are there - There are two types of friends. Real and Selfish. Which friends are real friend of us? The friend who stay beside us both in good and bad time, helps us in many ways without any interest. This kind of friend helps his friend even when he is in danger. Friend can be good or bad according to the types of people. The People who are honest and good will usually give honest advice to everyone but How can one bad person give good advice to others? In this case, True friends try to make happy a  everyone, even if his dear friend who is selfish. For example - trying to keep you on the right path or when you jobless and broke down then he will support you. They provide us strength and courage in all our bad times. You can get everyone in your good times but in your bad time you will find your true friend. 

                    Now we will discuss about Selfish friends- Those who usually understand nothing but themselves. They make friends with people only for fulfill their self-interest. Such selfish friends endanger and harm others for their own interest. They use their friend from all aspects. They cannot think of the good of others without their own needs. For example, taking a lot of money from a friend or Thinking about their own interests in the bad time of his friend. They stay with their friends as long as they get all the opportunities from him. Not in bad time.

                 According to me The person who loves you today may not love you tomorrow. So if you want to get love from others then you have to love them first and if you do not want to love anybody do not make them hurt.   


                                    
------------------------------------------------------------------------------------

                বন্ধু শব্দটি আমাদের খুবই পরিচিত এবং প্রিয়। প্রত্যেকটি মানুষের কাছের এবং  ভীষণ প্রিয় একজন ব্যক্তি। যে প্রিয় মানুষের জন্য আমরা অনেক কিছু করে থাকি। এই বন্ধু শব্দটি আমাদের সবার জীবনে অত্যন্ত জরুরি। অনেক মানুষ এই বন্ধু না থাকার কারণে মানসিকভাবে ভেঙে পড়ে। 

             আসুন এবার বন্ধু কত প্রকার হয় সেটি জেনে নিন - বন্ধু হলো দুই প্রকার। সহানুভূতিশীল এবং স্বার্থপর। সহানুভূতিশীল বন্ধু আমরা কোন সকল বন্ধুদের বলবো? যে সমস্ত বন্ধুরা আমাদের ভালো-খারাপ সমস্ত সময় পাশে থাকে এবং নানারকম দিক দিয়ে আমাদেরকে বিশেষভাবে সাহায্য করে নিজের কোনো স্বার্থ ছাড়া। এই সমস্ত বন্ধুরা বন্ধুর ভালোর জন্য নিজে বিপদে পড়েও তাকে সাহায্য করার চেষ্টা করে। সাধারণত মানুষের প্রকারভেদে বন্ধু খারাপ ভালো হয়ে থাকে। যে মানুষ সৎ এবং ভালো হবে সে সাধারণত সবাইকে সৎ উপদেশ দেবে কিন্তু যে নিজে খারাপ সে অন্যকে কিভাবে ভালো উপদেশ দেবে? এক্ষেত্রে সহানুভূতিশীল বন্ধুরা সবার মুখে এমনকি প্রিয় বন্ধু যদি খারাপও হয় তবুও তার মুখে হাসি ফোটানোর চেষ্টা করে। যেমন - আপনাকে সৎ পথে রাখার চেষ্টা করা অথবা ধরুন আপনার চাকরি নেই আপনি সব দিক থেকে ভেঙে পড়েছেন তখন আপনার পাশে এসে দাঁড়ানো। আমাদের সমস্ত খারাপ সময়ে শক্তি ও সাহস জোগানোর কাজ করে। সুখের দিনে সবাইকে পাবেন কিন্তু দুঃখের দিনে প্রকৃত বন্ধু কে কাছে পাবেন। 

                 এবার আসা যাক স্বার্থপর বন্ধুদের কথায় যারা সাধারণত নিজেকে ছাড়া কোন কিছু বোঝেনা। যারা মানুষের সাথে বন্ধুত্ব করে শুধুমাত্র নিজের কিছু স্বার্থসিদ্ধি করার জন্য। এই ধরনের স্বার্থপর বন্ধুরা নিজের ভালোর জন্য অন্যকে বিপদে ফেলা এবং ক্ষতি করা থেকে পিছু হটে না। এরা নিজের বন্ধুকে সমস্ত রকম দিক থেকে ব্যবহার করে থাকে। নিজের প্রয়োজন ছাড়া এরা অন্যের ভালোর কথা ভাবতে পারে না। যেমন-বন্ধুর থেকে প্রচুর অর্থ নেওয়া অথবা বন্ধুর দুঃখের সময় নিজের স্বার্থের কথা ভেবে পিছিয়ে আশা। যতক্ষণ বন্ধুর কাছে থেকে সমস্ত সুযোগ পাওয়া যাবে ততক্ষণ সাথ দেওয়া। দুঃখের সময় নয়।   

                তাই আমার মনে হয় আজ যে আপনাকে ভালোবাসছে কাল সে নাও বাসতে পারে। তাই অপরকে ভালবাসুন তবেই আপনি ভালোবাসা পাবেন এবং ভালবাসতে না পারেন কারোর ক্ষতি করবেন না।
                                 
                   

Comments

Post a Comment

Popular posts from this blog

Savings and it's importance

Meaning of Arrogance

Bad habit of Addiction