Save the animals
Today we will discuss about animals, it can be any animal. First of all, thanks to all the people who worked tirelessly for these animals. Today I will share some of my personal views on how to protect animals.
First we talk a little about the plight of animals. Just imagine, during this lockdown we art at home for protecting ourselves, but they are wandering the streets like helpless. We are at home, taking some food to survive but they don't even get food to satisfy their hunger.
We stay safe in our own homes during natural disasters but they soak in the rain all day and all night on the street or under a tree with small children. When they finds a small piece of food, thee runs and brings it for their children. After seeing these, there are many ruthless people who do not feed animals rather they mix poison with food. That day I saw a video of a little kitten with a rope around its neck and being try to crush it with feet. I also saw another video where a cat was set on fire and posted its video on social media. After watching the video I was remain silent for 5 minutes and i had no word to speak. They eat the food what we throw away. They keep the streets clean by eating dirty garbage, is this their crime?
Today I have only one purpose in writing this blog and If you can't love someone, you have no right to hurt them, please try to understand this. And as soon as you watch this kind of video, report against that account or channel. I don't know why the government doesn't take any action after watching such videos. Aren't they criminals? If you don't want, don't help them but please do not give poison or any harmful thing in their food. Remember, they have the same right to live as you do.
---------------------------------------------------------------------------------------------------------------------------
আজকের আলোচনার বিষয় হলো পশু নিয়ে, সেটা যেকোন পশু হতে পারে। প্রথমেই যে সকল মানুষ এই পশুদের জন্য অক্লান্ত পরিশ্রম করেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।আজ আমি নিজস্ব কিছু মতামত প্রকাশ করব কিভাবে পশুদের সুরক্ষিত করা যায়।
প্রথমেই আমরা পশুদের করুণ দুর্দশা নিয়ে একটু আলোচনা করি। একবার ভাবুন তো এই লক- ডাউনের মতো পরিস্থিতিতে আমরা যেখানে নিজেকে সুরক্ষিত রাখার জন্য গৃহবন্দি আছি, কিন্তু ওরা অসহায় এর মত রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। বাড়ি আছি, বেঁচে থাকার জন্য কিছু খাদ্য গ্রহণ করছি অথচ ওরা শুধুমাত্র ওদের ক্ষুধা নিবারণের খাদ্য টুকু ও পায় না।
এছাড়া প্রাকৃতিক দুর্যোগের সময় আমরা নিজের বাড়িতে সুরক্ষিতভাবে থাকি কিন্তু ওরা ছোটো ছোটো বাচ্চা নিয়ে রাস্তায় কিংবা গাছের তলায় সারারাত কখনো সারাদিন বৃষ্টিতে ভেজে। কোন ছোট একটা খাবারের টুকরো পেলে দৌড়ে গিয়ে নিজের বাচ্চাকে দিয়ে আসে। এইসব দেখার পরে এমন অনেক নির্দয় মানুষ আছে যারা পশু-পাখিকে খাওয়া দেওয়া তো দূরের কথা খাবারের সাথে বিষ মিশিয়ে দেয়। এছাড়া সেদিন একটি ভিডিও দেখলাম একটি ছোট বিড়ালের গলায় দড়ি পরিয়ে পা দিয়ে পিষে মারার চেষ্টাকরা হচ্ছে। এছাড়াও আরও একটি ভিডিওতে দেখলাম যেখানে বিড়ালের গায়ে আগুন দিয়ে সেটিকে ভিডিও করে পোস্ট করেছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটা দেখার পর ৫ মিনিট আমি শুধু বসে ছিলাম বলার মতো কোন ভাষা ছিল না। আমাদের ফেলে দেওয়া খাবারই তো তারা খায়। রাস্তার নোংরা আবর্জনা খেয়ে পরিষ্কার রাখে, এই কি তাদের অপরাধ?
আজ আমার এই ব্লগ টি লেখার শুধু একটাই উদ্দেশ্য এবং কাউকে ভালোবাসতে না পারলে তাকে আঘাত করার কোন অধিকার আপনার নেই এটি দয়াকরে বুঝতে শিখুন। আর এই ধরনের ভিডিও দেখার সঙ্গে সঙ্গে সেই অ্যাকাউন্ট কিংবা চ্যানেল কে রিপোর্ট করুন। জানিনা কেন এই ধরনের ভিডিও দেখার পর সরকার কেন কোন পদক্ষেপ নেয় না। এরা কি দোষী নয় অপরাধী নয়? আপনার ইচ্ছে না করলে আপনি তাদের সাহায্যে নাও করতে পারেন কিন্তু দয়া করে তাদের খাবারে বিষ অথবা কোন ক্ষতিকারক জিনিস দেবেন না। মনে রাখবেন আপনার যেমন বেঁচে থাকার অধিকার আছে ওদেরও সেই একই অধিকার আছে।
Comments
Post a Comment