Internal Smartness


    Hello friends, hope everybody is trying to stay well, because now lockdown is going on, that's why we can not say we are fine. However come to the point, today we will discuss about Smartness. What is Smartness?

    Let's discuss about our general idea regarding smartness. We generally considered those people as smart who have attractive dress, attractive look, attractive figure or who is very rich. But really are they smart? 

     Let's try to make an idea who are really smart; According to me, that mother is smart who after death of his husband, do not find shelter in her Father-in-law's house try to bring up her child by her own effort. According to me, smart is he/she who after breakup did not suicide rather he/she tried to find reason to alive by learning from that situation; because failure gives us many lesson which cannot be achieved by reading books.

       So do not show attractive look or dress to be smart rather try to be smart from inside, that is the real smartness. According to me, The word "Smart" has only one meaning, Don't escape from the situation try to face that. If you want to be really smart, physical exercise is not enough, you have to train your mind too. Learn to judge the situation with logic and intellect by understanding the difference between good and bad. Increase your morale, perseverance, Go ahead on your own and give strength to other to move forward, this is the real smartness. Make both body and mind smart, because we are one of the most advanced creatures in the world. If we stop, the world will stop. 


-----------------------------------------------------------------------------------------------------------------------------

       নমস্কার বন্ধুরা আশা করি সবাই এখন ভালো থাকার চেষ্টা করছেন, কারণ এখন লকডাউন চলছে তাই আমরা কেউ ভালো আছি বলতে পারছিনা। যাইহোক আজকের আলোচিত বিষয়ে আসা যাক, আজ আমরা কথা বলবো স্মার্টনেস নিয়ে। আসলে আমরা ঠিক কোন জিনিষগুলি কে স্মার্ট বলবো।

        আসুন প্রথমে স্মার্ট সম্পর্কে আমাদের কিছু সাধারণ ধারণা নিয়ে আলোচনা করি। আমরা সাধারণত স্মার্ট এই সমস্ত ব্যক্তিদের কে বলি যাদের পোশাক সুন্দর, সুন্দর শরীর অথবা সুন্দর দেখতে কিংবা যার কাছে প্রচুর অর্থ তাদেরকে স্মার্ট বলে থাকি। কিন্তু সত্যিই কি এরা এই স্মার্ট খ্যাতি পাওয়ার যোগ্য?

         স্মার্ট আসলে কারা সে সম্পর্কে ধারণা করি আমার মতে স্মার্ট সেই মা যে স্বামীর মৃত্যুর পর শ্বশুর বাড়িতে আশ্রয় না পেয়ে নিজের চেষ্টায় পরিশ্রম করে সন্তানদের বড় করে তুলেছেন। আমার কাছে স্মার্ট সেই, যে প্রেমিকের সাথে বিচ্ছেদ হওয়ার পর আত্মহত্যা নয় সেখান থেকে শিক্ষা গ্রহণ করে জীবনে বেঁচে থাকার মানে খোঁজার চেষ্টা করেছে। কারণ ব্যর্থতা আমাদের প্রচুর শিক্ষা দেয় যা বই পড়ে অর্জন করা যায় না।

         তাই শুধুমাত্র পোশাক কিংবা সৌন্দর্য্য দেখিয়ে স্মার্ট হওয়ার চেষ্টা না করে ভিতর থেকে স্মার্ট হওয়ার চেষ্টা করুন। আমার কাছে স্মার্ট শব্দটির একটাই অর্থ সমস্ত পরিস্থিতির মোকাবিলা করা পালিয়ে যাওয়া নয়। নিজেকে স্মার্ট বোঝাতে হলে শুধুমাত্র শরীর চর্চা নয় নিজের মনের চর্চা করুন। ভালো খারাপের তফাৎ বুঝে যুক্তি ও বুদ্ধি দিয়ে পরিস্থিতির বিচার করতে শিখুন। নিজের মনোবল, দৃঢ়তাকে বাড়িয়ে তুলুন, নিজে এগিয়ে চলুন এবং দশজনকে এগিয়ে যাওয়ার শক্তি প্রদান করুন এটাই আসল স্মার্টনেস। শরীর,মন দুটোই স্মার্ট করে তুলুন। কারণ আমরা পৃথিবীর অন্যতম উন্নত জীব আমরা থমকে গেলে পৃথিবী থেমে যাবে।

Comments

Popular posts from this blog

Meaning of Arrogance

Savings and it's importance

Bad habit of Addiction