One tree is one life

Acharya Jagadish Chandra Bose
            Today we will talk about Tree's life and it's importance. We all know that Acharya Jagadish Chandra Bose discovered that Tree's has life in the year 1901 on 10th May. If you torn leaves or cut branches trees are also feels pain like us, they also bleed. Maybe different from us but it is true. Jagadish chandra Bose also discovered that trees also feel anything and can response to every excitement. But we can't hair that response normally, only if we use Crescograph machine we can understand tree's response. But I was able to feel it during the Umpun cyclone.


Crescograph
                Now I will tell you how it was possible. They (trees) were desperately trying to survive when the wind was blowing hard. Then I had looked life, not the trees. Then the day after the storm, it seemed as if the whole neighborhood had become a crematorium. Just like when a family member dies, no one smiles, the house became mourned this kind of situation happening in that region where the cyclone blew. Let me express my personal experience about it. In our village after the day of cyclone everybody was busy to do their job but still a quiet environment is not being spent at all. Everything is there but it seems there is nothing. In this way I felt that the trees also has life.


Save tree Save life



Plant Trees
                 Finally, I request you to plant as many trees as you can. If you don't have extra space, plant a tree inside your home or flat. Now let me share a cunning idea, Whatever fruits you eats all the day ,  store their seeds instead of throwing it in dust-bean. Then when you go out and find the empty space, throw that seeds there. Throw the seeds there where you think it would be nice to have a tree here. Thus if we start this process in monsoon we can make many trees. Please share this process with everyone so that we can build a clean green country. If you guys want to watch drawing videos you can subscribe my Youtube channel SP ART ZONE.  

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

     আজ আমরা কথা বলবো গাছের প্রাণ এবং তার গুরুত্ব নিয়ে। আমরা সবাই জানি আচার্য জগদীশচন্দ্র বসু ১০ই মে ১৯০১ সালে আবিষ্কার করেছেন যে গাছেরও প্রাণ আছে। পাতা ছিড়লে  কিংবা গাছের ডাল কাটলে গাছেরও ব্যথা অনুভব হয়, তাদেরও রক্ত বের হয় আমাদের থেকে আলাদা হলেও এটি সত্যি। এছাড়া আরও প্রমাণ করেছেন গাছ যেকোনো কিছু অনুভব করতে পারে এবং অনুভূতিতে সাড়া ও দিতে পারে। তবে এটি সাধারণভাবে শোনা যায় না। ক্রেসকোগ্রাফ যন্ত্রের সাহায্যে বোঝা  যায়। কিন্তু আমি আমফান ঝড়ের সময় এটি অনুভব করতে পেরেছিলাম।


       এবার আসুন কিভাবে অনুভব করলাম তার ব্যাখ্যা করি, ঝোড়ো হাওয়া যখন তীব্র গতিতে আছড়ে পড়ছিল ওরা(গাছেরা) বেঁচে থাকার জন্য প্রানপনে চেষ্টা করছিল। আমি তখন গাছ নয়, প্রাণ দেখছিলাম।তারপর ঝড়ের পর দিন মনে হচ্ছিল পুরো পাড়াটা যেন শ্মশান হয়ে গেছে। ঠিক যেমন পরিবারের কোন সদস্য মারা গেলে কারো মুখে হাসি থাকে না, বাড়িটা যেমন শোকাহত হয়ে পড়ে ঠিক এমনই পরিস্থিতি হয় যে অঞ্চলগুলিতে ঝড় হয়। যেমন আমার গ্রামে প্রতিদিনের ন্যায় সবাই সব কাজ করছে কিন্তু তবুও যেন নিস্তব্ধ একটা পরিবেশ কিছুতেই অতিবাহিত হচ্ছে না। সবকিছুই আছে তবুও যেন কিছু নেই। এই ভাবে অনুভব করলাম গাছেরও প্রাণ আছে।



     সবশেষে আপনাদের একটাই অনুরোধ করছি দয়া করে আপনারা যতটা পারবেন গাছ লাগান। যদি অতিরিক্ত জায়গা না থাকে তাহলে নিজের বাড়িতে কিংবা ফ্ল্যাটে টবে করে গাছ লাগান। এছাড়াও আরেকটি বুদ্ধির কথা বলি যেটি একটু দুষ্টু প্রকৃতির কিন্তু ভালো, আপনি সারাদিন যে সমস্ত ফল খাবেন দয়া করে সেই ফলের বীজ গুলি ডাস্টবিনে না ফেলে সংরক্ষিত করে রাখুন, তারপর যখন বাইরে বেরোবেন ফাঁকা জায়গা দেখে ফেলে দিন। আপনার যেখানে মনে হবে এখানে একটাগাছ থাকলে ভালো হতো সেখানে ফেলুন আর এই কাজটি আমরা যদি বর্ষার সময় বেশি পরিমাণে করতে পারি তাহলে প্রচুর গাছ তৈরী করতে পারব। এই প্রক্রিয়াটি দয়া করে সবাইকে শেয়ার করবেন যাতে আমরা একটি নির্মল সবুজ দেশ গড়তে পারি। আর ইচ্ছে হলে আমার ইউটিউব চ্যানেল SP ART ZONE চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। এখানে আমি নিয়মিত Drawing ভিডিও দিয়ে থাকি।          

Comments

Popular posts from this blog

Savings and it's importance

Meaning of Arrogance

Bad habit of Addiction