One tree is one life
Acharya Jagadish Chandra Bose |
Crescograph |
Save tree Save life |
Plant Trees |
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
আজ আমরা কথা বলবো গাছের প্রাণ এবং তার গুরুত্ব নিয়ে। আমরা সবাই জানি আচার্য জগদীশচন্দ্র বসু ১০ই মে ১৯০১ সালে আবিষ্কার করেছেন যে গাছেরও প্রাণ আছে। পাতা ছিড়লে কিংবা গাছের ডাল কাটলে গাছেরও ব্যথা অনুভব হয়, তাদেরও রক্ত বের হয় আমাদের থেকে আলাদা হলেও এটি সত্যি। এছাড়া আরও প্রমাণ করেছেন গাছ যেকোনো কিছু অনুভব করতে পারে এবং অনুভূতিতে সাড়া ও দিতে পারে। তবে এটি সাধারণভাবে শোনা যায় না। ক্রেসকোগ্রাফ যন্ত্রের সাহায্যে বোঝা যায়। কিন্তু আমি আমফান ঝড়ের সময় এটি অনুভব করতে পেরেছিলাম।
সবশেষে আপনাদের একটাই অনুরোধ করছি দয়া করে আপনারা যতটা পারবেন গাছ লাগান। যদি অতিরিক্ত জায়গা না থাকে তাহলে নিজের বাড়িতে কিংবা ফ্ল্যাটে টবে করে গাছ লাগান। এছাড়াও আরেকটি বুদ্ধির কথা বলি যেটি একটু দুষ্টু প্রকৃতির কিন্তু ভালো, আপনি সারাদিন যে সমস্ত ফল খাবেন দয়া করে সেই ফলের বীজ গুলি ডাস্টবিনে না ফেলে সংরক্ষিত করে রাখুন, তারপর যখন বাইরে বেরোবেন ফাঁকা জায়গা দেখে ফেলে দিন। আপনার যেখানে মনে হবে এখানে একটাগাছ থাকলে ভালো হতো সেখানে ফেলুন আর এই কাজটি আমরা যদি বর্ষার সময় বেশি পরিমাণে করতে পারি তাহলে প্রচুর গাছ তৈরী করতে পারব। এই প্রক্রিয়াটি দয়া করে সবাইকে শেয়ার করবেন যাতে আমরা একটি নির্মল সবুজ দেশ গড়তে পারি। আর ইচ্ছে হলে আমার ইউটিউব চ্যানেল SP ART ZONE চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। এখানে আমি নিয়মিত Drawing ভিডিও দিয়ে থাকি।
আজ আমরা কথা বলবো গাছের প্রাণ এবং তার গুরুত্ব নিয়ে। আমরা সবাই জানি আচার্য জগদীশচন্দ্র বসু ১০ই মে ১৯০১ সালে আবিষ্কার করেছেন যে গাছেরও প্রাণ আছে। পাতা ছিড়লে কিংবা গাছের ডাল কাটলে গাছেরও ব্যথা অনুভব হয়, তাদেরও রক্ত বের হয় আমাদের থেকে আলাদা হলেও এটি সত্যি। এছাড়া আরও প্রমাণ করেছেন গাছ যেকোনো কিছু অনুভব করতে পারে এবং অনুভূতিতে সাড়া ও দিতে পারে। তবে এটি সাধারণভাবে শোনা যায় না। ক্রেসকোগ্রাফ যন্ত্রের সাহায্যে বোঝা যায়। কিন্তু আমি আমফান ঝড়ের সময় এটি অনুভব করতে পেরেছিলাম।
এবার আসুন কিভাবে অনুভব করলাম তার ব্যাখ্যা করি, ঝোড়ো হাওয়া যখন তীব্র গতিতে আছড়ে পড়ছিল ওরা(গাছেরা) বেঁচে থাকার জন্য প্রানপনে চেষ্টা করছিল। আমি তখন গাছ নয়, প্রাণ দেখছিলাম।তারপর ঝড়ের পর দিন মনে হচ্ছিল পুরো পাড়াটা যেন শ্মশান হয়ে গেছে। ঠিক যেমন পরিবারের কোন সদস্য মারা গেলে কারো মুখে হাসি থাকে না, বাড়িটা যেমন শোকাহত হয়ে পড়ে ঠিক এমনই পরিস্থিতি হয় যে অঞ্চলগুলিতে ঝড় হয়। যেমন আমার গ্রামে প্রতিদিনের ন্যায় সবাই সব কাজ করছে কিন্তু তবুও যেন নিস্তব্ধ একটা পরিবেশ কিছুতেই অতিবাহিত হচ্ছে না। সবকিছুই আছে তবুও যেন কিছু নেই। এই ভাবে অনুভব করলাম গাছেরও প্রাণ আছে।
Comments
Post a Comment